শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত

0
157
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(৯ জানুয়ারী):ভেনেজুয়েলার জাতীয় পরিষদ দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিলআজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে
ক্যানসারের চিকিসায় এখন কিউবার কানাডায় রয়েছেন করছেন চাভেজচতুর্থ দফার অস্ত্রোপচার শেষ ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন তিনিএ কারণে আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না বলে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আগেই জানিয়েছেন
চাভেজের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় পরিষদ কালকের শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেজাতীয় পরিষদ চাভেজকে সুস্থ হতে প্রয়োজনীয় সময় দিয়েছে
যথাসময়ে চাভেজের শপথ নিতে না পারার বিষয়ে সুপ্রিম কোর্টের রুল জারির দাবি জানিয়েছে বিরোধীরা
অসুস্থ প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাতে কাল বৃহস্পতিবার সমাবেশ আহ্বান করেছে চাভেজের সমর্থকেরা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন