শিক্ষা ডেস্ক(৯ জানুয়ারী): এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আজ বুধবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
সকাল ১০টা থেকে আন্দোলনরত শিক্ষকেরা সেখানে অবস্থান করছেন। আজ তাঁদের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা রয়েছে। ঐক্যজোটের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনরত শিক্ষকদের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রেসক্লাবের পশ্চিম পাশে কদম ফোয়ারা মোড় ও পূর্ব দিকে পল্টন মোড়ে কাঁটাতারের বেড়া দিয়ে বাধার সৃষ্টি করেছে।এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের সড়কে যানবাহনের বাড়তি চাপ লক্ষ করা গেছে।
স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি টাকা) দাবিতে কর্মসূচির তৃতীয় দিন আজ। কর্মসূচির অংশ হিসেবে আজ তাঁদের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার কথা। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (শিক্ষা ভবন) ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নিউজরুম