বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৯ জানুয়ারী): ইংরেজি নববর্ষ উপলক্ষে তোশিবা ল্যাপটপে বিশেষ উপহার ঘোষণা করেছে স্মার্টটেকনোলজিস (বিডি) লিমিটেড। এই অফারের আওতায় তোশিবা ব্র্যান্ডের বেশির ভাগমডেলের ল্যাপটপের সাথে কাস্টমারেরা পাবেন একটি করে ৫০০ গিগাবাইট তোশিবাপোর্টেবল হার্ডডিস্ক। অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০১৩ পর্যন্ত চলবে।
নিউজরুম