স্পোর্টস ডেস্ক(৯ জানুয়ারী): জিয়াউর রহমান যেন ফিরে পেলেন নিজের বোলার সত্তা! শীতের সকালে বিসিবিউত্তরাঞ্চল তাতে আক্ষরিক অর্থেই জমে গেল। ফরহাদ, জহুরুল, নাঈমকে ফেরানোর পরনাসিরকেও এলবিডব্লিউ করে দেখালেন ড্রেসিংরুমের পথ। ৫২ রানে পঞ্চম উইকেটেরপতন। মধ্যাহ্ন বিরতিটা তখনই দিয়ে দেওয়ায় নন স্ট্রাইকিং এন্ডে থাকাউত্তরাঞ্চলের অধিনায়ক মুশফিকুর রহিমও নাসিরের পিছু পিছু মাঠ ছাড়লেন। মুখেনিকষ কালো অন্ধকার।
ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে দুই ব্যাটসম্যানেরফিরে আসা দেখছিলেন সাজেদুল ইসলাম। পেস বোলার, ব্যাটিং করেন ১০ নম্বরে।ব্যাটসম্যানেরা কেন এভাবে আউট হয়ে ফিরছেন, সেটার ব্যাখ্যা তিনি আর কীদেবেন! তার পরও ‘এই অবস্থা কেন’ প্রশ্নে অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো বললেন, ‘বলে প্রচুর মুভমেন্ট হচ্ছে। প্রথম দুইটা ম্যাচই বগুড়ায় খেলেছি তো, ওখানেফ্ল্যাট উইকেটে খেলে এসে এখানে মুভমেন্টে সমস্যা হচ্ছে।’
ব্যাটসম্যানেরমতো কথাই বললেন না শুধু, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সত্যি সত্যিইব্যাটসম্যান হয়ে গেলেন সাজেদুল। উইকেট বা বোলিং কোনোটাই তখন খুব কঠিন মনেহলো না। ৫২ রানে নাসিরের আউটের পর অষ্টম উইকেট পর্যন্ত ব্যাটিং বিপর্যয়েরমধ্য দিয়েই এগোনো উত্তরের ইনিংস যেন নতুন করে শুরু হলো নবম উইকেট জুটিতে।সানজামুল-সাজেদুলের ফিফটির সুবাদে এই জুটিতেই এল ১২৭ রান।
চার ছক্কা আরনয় বাউন্ডারিতে ৭৫ বলে ৭৬, প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসটাসাজেদুল খেললেন পুরোই ওয়ানডে মেজাজে। দুবার জীবন পেলেন, আউটের ধরনওওয়ানডেসুলভ। সেঞ্চুরির সম্ভাবনা যে উঁকি দিচ্ছে, সেটা দেখেও যেন দেখলেননা। তাপস ঘোষকে বের হয়ে মারতে গিয়ে স্টাম্পড। ২০০৮ সালে জাতীয় লিগেখুলনার বিপক্ষে বরিশালের হয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটা মাত্রইপেরিয়েছেন তখন।
শেষ উইকেটে সানজামুল-সাকলাইন সজীব যোগ করেছেন আরও ৩৯।১৩৮ বলে ৭৩ রান (৮টি চার) করে শাফাক আল জাবেরের বলে কট বিহাইন্ড হয়েছেনসানজামুল। দলের রানটা ৩০০-তে নিতে পারলে একটি বোনাস পয়েন্ট পাওয়া যেত।তবে ২৯১-যে হলো, সাজেদুল-সানজামুল জুটির আগে সেটাও সম্ভবত আশা করেনিউত্তরাঞ্চল। ওপেনার জহুরুলের ২৯ আর অধিনায়ক মুশফিকের ৩৬ ছাড়া টপ ও মিডলঅর্ডারে কেবলই ব্যর্থতার হাহাকার। মূল ধাক্কাটা দিয়েছেন প্রাইম ব্যাংকদক্ষিণাঞ্চলের পেসার জিয়া। প্রথম পাঁচ উইকেটের চারটিই জিয়ার। সাজেদুলেরব্যাটসম্যান হয়ে ওঠার মতো জিয়ার বোলার হয়ে ওঠাটাও এ ম্যাচের একটা বিশেষঘটনা। কারণ জিয়া মূলত পেস বোলার হলেও ঘরোয়া ক্রিকেটের ব্যাটিংপারফরম্যান্সের জন্য সাম্প্রতিক সময়ে তাঁকে ব্যাটসম্যান হিসেবেই চিনতেশুরু করেছিল সবাই। সেই জিয়ার এমন বোলিং দেখে প্রধান নির্বাচক আকরাম খানওরসিকতা করলেন, ‘জিয়া দেখি বোলার হয়ে গেছে!’
নিউজরুম