বিনোদন ডেস্ক(৯ জানুয়ারী): নিজের মেধা ও যোগ্যতায় অভিনয়ে নিজের শক্ত একটি অবস্থান সৃষ্টি করে নিয়েছেন নাট্যাভিনেত্রী মৌ। নাটকের শুটিংয়ে কিংবা ঘুরে বেড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গেলেও অস্ট্রেলিয়ায় কখনোই যাওয়া হয়নি মৌয়ের। এবার ব্যাটে-বলে সুযোগ মিলে যাওয়ায় অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগটি আর হাতছাড়া করেননি। কথা ছিল আল হাজেনের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকের কাজে মৌসহ আরো অনেকেই যাবেন অস্ট্রেলিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত প্রযোজককে না পাওয়ায় ছয়টি খণ্ড নাটকের কাজেই মৌকে যেতে হলো অস্ট্রেলিয়ায়। গত ৫ জানুয়ারি রাত ১০টার ফাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। যাওয়ার আগে মুঠোফোনে মৌ বলেন, ‘আসলে অনেক দিন ধরেই আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক নাটকের কাজে অস্ট্রেলিয়া যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত একসাথে ছয়টি খণ্ড নাটকের কাজেই যেতে হচ্ছে। নতুন বছরের শুরুতেই এমন কাজ করতে পারব ভাবিনি। কাজের ফাঁকে ফাঁকে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা ঘুরেও বেড়াতে পারব। সবার কাছে দোয়া চাই যেন সব কাজই ভালো হয়।’ তাহমিনা সুলতানা মৌ জানান, অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ছয়টি নাটকের শুটিং হবে। মৌকে ছয়টি নাটকেই নেয়া প্রসঙ্গে পরিচালক আল হাজেন বলেন, ‘প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করবেন মৌ। এই সময়ে মৌ অনেক ভালো অভিনয় করছেন বলেই প্রতিটি নাটকের চ্যালেঞ্জিং চরিত্রে তাকে নিয়েছি।’ পরিচালক জানান, ছয়টি নাটকের শুটিং শেষে পুরো ইউনিট দেশে ফিরবে আগামী ২০ জানুয়ারি।তাহমিনা সুলতানা মৌয়ের সাথে সহশিল্পী হিসেবে আরো আছেন আনিসুর রহমান মিলন, আলভী, লুৎফর রহমান জর্জ, সাজু খাদেম প্রমুখ।
উল্লেখ্য, মৌ অভিনীত ডেইলি সোপ গুলশান এভিনিউ ও জননী যথাক্রমে বাংলাভিশন ও জিটিভিতে এবং ধারাবাহিক নাটক অলসপুর আরটিভিতে ও উইল পাওয়ার দিগন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। তাহমিনা সুলতানা মৌ চিত্রনায়িকা শাবনাজের আপন ছোট বোন।
নিউজরুম