চার বছরের ছবিটা প্রায় একই রকম

0
175
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(৯ জানুয়ারী): প্রতিবারই পরনে ছিল সাদা শার্টশার্টের ওপর কোট চাপানোগলায় টাইচারবছরের ছবিটা প্রায় একই রকমপার্থক্য কেবল চুল আর গলার টাইয়ের দৈর্ঘ্যে২০০৯ সালে চুল বেশ বড় ছিলবয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ছেলের মতোলম্বা চুলের ওপর মোহ কেটেছে তাঁরওটাইয়ের আকৃতি পাল্টানোর মধ্যেও একটাছন্দ আছে২০০৯-এ ছিল লম্বাটে টাই২০১০-এ বো-টাই২০১১তে আবার ফিরে গেছেনলম্বাটে টাইয়েছন্দ মেলাতেই কি না, এবার, মানে গত পরশু এলেন বো-টাই পরেই
এইপার্থক্যটুকু বাদ দিলে চার বছরের মতো এবারও জুরিখের সন্ধ্যাটি ছিল একইরকমমুখে এক চিলতে মায়াময় হাসিআর সেই হাসির কারণ হাতে ধরা চকচকে সোনাররঙের ছোঁয়া পাওয়া একটা ধাতব বলযে বল বর্ষসেরার স্বীকৃতিটানা চারবছরের মতো ফিফা বর্ষসেরা হলেন লিওনেল মেসিগড়লেন ইতিহাসটানা চারবার তোদূরের কথা, সব মিলিয়েও চারবার ফিফা বর্ষসেরা হতে পারেননি কেউদুই সাবেকমহারথী ব্রাজিলের রোনালদো ও ফরাসি সম্রাট জিনেদিন জিদান সর্বোচ্চ তিনবারকরে জিতেছিলেন এই পুরস্কার
পৃথিবীর সেরা অ্যাথলেটেরও টানা চার বছর ধরেএকই রকম ফর্ম যায় নাউসাইন বোল্টের মতো অতিমানবকেও ফলস স্টার্ট করে বাদপড়তে হয়ফর্ম হারিয়ে ফেলেন শচীন টেন্ডুলকারক্রিকেটীয় বচনই বলেফর্মইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্টমেসির শ্রেষ্ঠত্ব বোধ হয় এইজায়গাতেওতাঁর জন্য ফর্ম আর ক্লাস দুটোই মনে হচ্ছে পারমানেন্ট’!
এইপুরস্কারের একটা যুগসন্ধিক্ষণের সাক্ষীও মেসিফিফা বর্ষসেরা আর ব্যালনডিঅর একীভূত হয়েছে তাঁর সময়েইশুধু ব্যালন ডিঅরের হিসাব ধরলেও টানাচার বছর কেউ এই পুরস্কার জেতেননিটানা তিন বছর জিতেছিলেন ফ্রান্সের মিশেলপ্লাতিনিআর সব মিলিয়ে তিনবার করে জেতার কীর্তি আছে দুই ডাচ কিংবদন্তিইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেনেররেকর্ডের পাতায় মেসি যাঁদের ইতিহাসবানিয়ে দিয়েছেন বলে এতক্ষণ জানলেন, সেই নামগুলোরোনালদো, জিদান, প্লাতিনি, ক্রুইফ… এঁদের ছাপিয়ে যাওয়া; সেটিও মাত্র ২৫ বছর বয়সেশুধুএকটি শব্দই উচ্চারিত হয় এই তথ্য মাথায় রাখলেঅবিশ্বাস্য!
২০১২ সালেসত্যিই অবিশ্বাস্য ছিলেন মেসিএ বছর জার্ড মুলারের চার দশক পুরোনো এক বছরেসর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে করেছেন ৯১ গোলঅবশ্য ব্যক্তি মেসির সবচেয়েসফলতম বছরটাতে ব্যর্থ ছিল তাঁর দলবার্সেলোনার তিন মৌসুমের আধিপত্যেরঅবসান ঘটিয়ে লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদআর সেই লিগ জয়ে বড় অবদানরাখায় মনে হচ্ছিল, এবার ক্রিস্টিয়ানো রোনালদো শক্ত চ্যালেঞ্জই ছুড়েদেবেন মেসির সামনেজাতীয় দলের পক্ষে সাফল্যেও এগিয়ে ছিলেন রোনালদো, গতইউরোতে পর্তুগালকে তুলেছিলেন সেমিফাইনালেকিন্তু শেষ পর্যন্ত ভোটের হিসাবেদেখা যাচ্ছে মেসির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাযেটিকে বলা যায় ভূমিধসজয়রোনালদোর চেয়ে প্রায় ১৮ শতাংশ ভোট বেশি পেয়েছেনরোনালদো আবারওদ্বিতীয় হয়েছেন২০০৮ সালে রোনালদো জিতেছিলেন এই ট্রফিএর পর থেকেমেসিময় চারটি বছরে তিনবারই প্রথম রানারআপ হওয়ার কষ্ট সইতে হলো তাঁকেতৃতীয় হয়েছেন মেসির বার্সা-সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাএই তিনজন মিলেইপেয়েছেন মোট ভোটের ৭৬ শতাংশ! বাকি ২০ জন মিলে ২৪ শতাংশ ভোট
বর্ষসেরানারী ফুটবলারের পুরস্কার ফিরে গেছে মিয়া হ্যামের দেশেজিতেছেন অ্যাবিওয়াম্বাখ২০০২ সালের পর এই প্রথম কোনো মার্কিন ফুটবলার জিতলেন এইপুরস্কারটানা পাঁচবার বর্ষসেরা হওয়া মার্তা টানা দ্বিতীয় বছর দ্বিতীয়হলেনগার্দিওলা-মরিনহোদের টপকে বর্ষসেরা কোচ হয়েছেন ভিসেন্তে দেল বস্কবছর ফিফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জার্মান কিংবদন্তিফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে
তবে মেসিময় রাতে এঁরা সবাই পার্শ্বচরিত্রএবং তাতে বাকি সবার খুব একটা আপত্তি আছে বলেও মনে হয় না!

 

নিউজরুম

 

শেয়ার করুন