রামপুরায় চুলার গ্যাসে একই পরিবারের দগ্ধ ৫

0
118
Print Friendly, PDF & Email

ঢাকা (১০জানুয়ারী) : রাজধানীর পূর্ব রামপুরায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে ৮৪/৯ বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

প্রতিবেশী অমিয় দত্ত ভৌমিক জানান, দুইদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ  না ওই এলাকায়। এর মধ্যে চুলার সুইচ অন ছিল। এতে পুরোঘর গ্যাসে ভর্তি হয়ে যায়। ভোরে চুলা জ্বালাতে গেলে ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাঁচজন দগ্ধ হয়।

নিউজরুম

শেয়ার করুন