রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিবির আতঙ্কে পুলিশের সাজোয়া জলকামান

0
143
Print Friendly, PDF & Email

 

 

নিজস্ব প্রতিবেদক, রাবি ( ০৮জানুয়ারী) : ক্যাম্পাসে শিবির প্রবেশ করবে এমন সংবাদে সাজোয়া জলকামানসহ পুলিশের ব্যাপক উপস্থিতি ও দফায় দফায় ছাত্রলীগের মহড়ায় মঙ্গলবার উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সাজোয়ান জলকামানসহ একদিকে পুলিশ ও ছাত্রলীগের মহড়া অন্যদিকে ছাত্রদল-ছাত্রলীগের মুখোমখি অবস্থানের কারনে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতংক ছড়িয়ে পরে।

 

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, ছাত্রশিবির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাস দখল করবে এমন সংবাদ ছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই প্রশাসন ভবনের সামনে সাজোয়া জলকামানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্পটেও অন্য দিনের চেয়ে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়। অন্যদিকে একই সংবাদে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝেও আতংক ছড়িয়ে পড়ে। এজন্য একজোট হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বেশ কয়েক দফায় ক্যাম্পাসে মহড়া দেয়।

 

স্বায়ত্বশাসিত ক্যাম্পাসে দীর্ঘদিন পর এমন অবস্থা দেখে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। কিন্তু বিকেল পর্যমত্ম আশংকা অনুযায়ি তেমন কিছু না ঘটলে জলকামানসহ অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেয়া হয়।

 

মতিহার থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানাউল হক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জানায় আমাদের কাছে তথ্য ছিল শিবির ক্যাম্পাস দখল করবে। তাই নিরাপত্তা ব্যবস্থা একটু জোড়দার করা হয়েছিল। তবে সেরকম কোন কিছু ঘটেনি বলে তারা জানান।

 

 বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক বলেন, ক্যাম্পাসে এভাবে জলকামানসহ পুলিশের উপস্থিতি আমাদেরকে জরুরী অবস্থার কথাই মনে করিয়ে দেয়। এদিকে শিবির প্রবেশের আতঙ্ক দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝেও। তাদেরকে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে মহড়া দিতে দেখা গেছে। সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী মোলস্নাকে টুকিটাকি চত্বরে অবস্থান নিতে বসে থাকতে দেখা গেছে। এছাড়া শহীদুল্লাহ কলা ভবন, লালন চত্বর, রবীন্দ্র ভবন এলাকাসহ আশেপাশে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে দফায় দফায় মহড়া দিতে দেখা যায়। অন্যদিকে সকাল সাড়ে ১২ টার দিকে টুকিটাকি চত্বরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকিরের সাথে ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসানের কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করেও ক্যাম্পাসে উত্তেজনা পরিস্থিতি আর একটু বৃদ্ধি পায়।

 

 

 

সম্পাদনা, আলীরাজ, হেড অব নিউজ

 

 

 

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

ছাত্রলীগ নেতাকে সাথে নেয়ায় অবশেষে

 

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

বাধা দেয়ার একদিন পর অবশেষে ছাত্রলীগের ওই নেতার নেতৃত্বে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে টাঙ্গাইল জেলা সমিতির শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগেরদিন একই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করতে গেলে তাতে বাধা দেয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরম্নল হক জাকির।

 

টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগ নেতা ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম রুবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ফজলুল হক, ম্যাটারিয়েল সায়েন্স বিভাগের ড. জি. এম শফিউর রহমান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরম্নল হক জাকির, ছাত্রদলের যুগ্ন আহবায়ক জহুরুল হক রোজ, শিক্ষার্থীদের পক্ষে সুভ্রতা ইয়ামিন, সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা স্কুলছাত্রীকে ধর্ষণকারীদের আইনে আওতায় এনে উপযুক্ত শাসস্ত নিশ্চিতের দাবি জানান।

 

 

 

সম্পাদনা, আলীরাজ, হেড অব নিউজ

 

শেয়ার করুন