ঢাকা (১০জানুয়ারী) “ আগামী ১৬ জানুয়ারি বুধবার সারা দেশে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে বামপন্থি দুটি রাজনৈতিক জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাম মোর্চা সংবাদ সম্মেলনের মাধ্যমে আর সিপিবি-বাসদ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে হরতালের এ ঘোষণা দেয়।
কেরোসিন, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদেই এই হরতাল ঘোষণা করা হয়েছে।
সিপিবি বাসদের পক্ষে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ ঘোষণা দেন। তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে জ্বালানি তেলের মৃল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করায় এ কর্মসূচি ঘোষণা করা হলো।
নিউজরুম