উনি উর্দু, ‍অংক আর বাংলা পাস: প্রধানমন্ত্রী

0
255
Print Friendly, PDF & Email

 

নোয়াখালী  (০৮জানুয়ারী) : উনি (খালেদা জিয়া) ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন বলে আমরা জানি। কিন্তু উর্দু, অংক আর বাংলা ছাড়া আর কোনো বিষয়ে পাস করেননি। তাই উনি চান না এ দেশের আর কেউ লেখা পড়া করুক।

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর মাইজদি হাউজিং মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী বিকেল তিনটায় সভাস্থলে পৌঁছান। বেলা সাড়ে ১২টায় মিনিটে কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ হেলিপ্যাড মাঠে এসে পৌঁছান।

এরপর দুপুর পোনে ১টায় তিনি নোয়াখালী কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের সাহাজাদপুর গ্রামে সুন্দলপুর-সাহাজাদপুর গ্যাস ফিল্ড উদ্বোধন করেন।

সেখান থেকে সড়ক পথে ৩ কিলোমিটার দূরে দেশের ২৪তম গ্যাস ফিল্ড সুন্দলপুর-সাহাজাদপুর গ্যাস ফিল্ড উদ্বোধন করবেন তিনি।

নিউজরুম

শেয়ার করুন