শিক্ষা ডেস্ক(৮ জানুয়ারী): দেশের২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে। এতে এসববিদ্যালয়ের এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক জাতীয়করণের সুযোগ পাবেন।আগামীকাল বুধবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষক মহাসমাবেশেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন।
আজ মঙ্গলবার প্রাথমিক ওগণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আফছারুল আমিন এ কথাজানান। তিনি জানান, তিন স্তরে জাতীয়করণের এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মন্ত্রীজানান, চলতি মাসের জানুয়ারি থেকে রেজিস্টার্ড (এমপিওভুক্ত) ২২ হাজার৯৮১টি বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক এ সুবিধা পাবেন। আগামী ১ জুলাইথেকে স্থায়ী-অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত কমিউনিটিএবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালতি দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের নয়হাজার ২৫ জন শিক্ষক সুবিধা পাবেন।
তৃতীয় স্তরে ২০১৪ সালের ১ জানুয়ারিথেকে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষাধীন ৯৬০টিবিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ শিক্ষক এ সুবিধা পাবেন।
প্রাথমিক ওগণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন বলেন, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস্বাধীনতার পর পর এমন ঘোষণা দিয়েছিলেন। ৪০ বছর পর তাঁর মেয়েপ্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। শিক্ষক সমাজের জন্য এটি যুগান্তকারী ঘটনা।
সংবাদসম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্তসচিব এম এম নিয়াজউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
নিউজরুম