বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৮ জানুয়ারী): কেউ বলেন ফ্যাবলেট, কেউ ফোনোলেট, টুইনার বা সুপার স্মার্টফোন। প্রযুক্তিরবিশ্লেষকেরা বলছেন, যে নামেই ডাকা হোক না কেন স্মার্টফোনের চেয়ে বড় আরট্যাবলেটের চেয়ে আকারে কিছুটা ছোট এ নতুন পণ্য ২০১৩ সালে প্রচুর জনপ্রিয়তাপাবে।
স্ট্র্যাটেজি অ্যানাইলটিকসের গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সাল হবে ফ্যাবলেটের বছর। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্ট্র্যাটেজিঅ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন ফ্যাবলেট প্রসঙ্গেজানিয়েছেন, ২০১২ সালে ফ্যাবলেট যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এ বছর ফ্যাবলেটেরজনপ্রিয়তা আরও বাড়বে।
ফ্যাবলেটের বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে স্যামসাং, জেডটিই, হুয়াউয়ে, এলজির মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যে।
এবিআইরিসার্চের গবেষকেরা জানিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় হবে ফ্যাবলেট। কারণ বর্তমানেস্মার্টফোনের চেয়ে বড় মাপের পর্দাযুক্ত পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা, যাতেভালো মানের ভিডিও দেখা যায়। ওয়াই-ফাই সুবিধার ফ্যাবলেটের দিকেই আগ্রহ বেশিথাকবে এ বছর।
বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১৬ সালনাগাদ ফ্যাবলেটেরবাজার তিন গুণ পর্যন্ত বেড়ে যাবে এবং ২২ কোটির ইউনিটের বেশি ফ্যাবলেটবিক্রি হবে।
নিউজরুম