শিবগঞ্জে অপহৃত বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ

0
128
Print Friendly, PDF & Email

চাঁপাইনবাবগঞ্জ (১০জানুয়ারী) : শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিক ইমরানকে(২৫) ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর বিএসএফ ইমরানকে ফেরত দেবে না বলে জানায় বিএসএফ।

এ ব্যাপারে বিএসএফ ক্যাম্প কোম্পানি কমান্ডার শ্রী মনোজ সিং বলেন, “আমরা ভারতীয় আইনে ব্যবস্থা নেবো।”

কিরণগঞ্জ সীমান্ত এলাকার ১৭৯ মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কিরণগঞ্জ বিওপি নায়েব সুবেদার আ. রশিদ ও ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন চুরিঅনন্তপুর  সীমান্ত ফাঁড়ি ক্যাম্প কোম্পানি কমান্ডার শ্রী মনোজ সিং।

বুধবার রাত ৮টার দিকে কিরনগঞ্জের জমিনপুর সীমান্ত এলাকার ১৭৯ মেইনপিলারের কাছে ভারতীয সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক শাহিন(২২)আহত হন। এ সময় বিএসএফ সদস্যরা তার সঙ্গী ইমরানকে(২৫)ধরে যায়।

নিউজরুম

 

শেয়ার করুন