বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৮ জানুয়ারী): যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার বদল করে এইচপি কম্প্যাকব্র্যান্ডের সম্পূর্ণ নতুন ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে কম্পিউটার সোর্স। এছাড়া যেকোনো প্রতিষ্ঠানের পুরোনো বা নষ্ট কম্পিউটারের ক্ষেত্রেও এই সুযোগ পাওয়া যাবে। ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে প্রথম ৫০০টি কম্পিউটারের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে। কম্পিউটার সোর্সের ‘পুরোনো বদলে নতুন নিন’ কর্মসূচিতে জমা পড়া অচল পিসি বিনষ্ট করা হবে এবং সচল কম্পিউটারগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে।
বিনা মূল্যে কম্পিউটার পেতে info@computersourcebd.com ই-মেইলে আবেদন করতে হবে।
নিউজরুম