বিনোদন ডেস্ক(৮ জানুয়ারী): চরিত্রটি কাল্পনিক, তাতে কী-ই বা আসে-যায়। অস্কারের ৮৫তম আসরে সম্মাননাজানানো হবে ‘জেমস বন্ড’কে। কাল্পনিক এই চরিত্রর বয়স এখন ৫০ বছর। এই নিয়েচলছে উদ্যাপন। এবারের অস্কার অনুষ্ঠান প্রযোজনা করছেন ক্রেইগ জ্যাডান। জেমসবন্ডের ব্যাপারে তিনি বলেন, ‘বন্ড সিরিজটি ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে।তাই আমরা খুব আনন্দিত অস্কারে বন্ড সিরিজকে সম্মান জানাতে পারব বলে। ১৯৬২সালে ডক্টর নো দিয়ে শুরু করার পর এই ছবিই সবচেয়ে লম্বা সিরিজ হিসেবেপরিচিত। তাই এই ইতিহাস বিস্ময়ের।’ এদিকে অস্কারের মনোনয়নও পেয়েছে ‘জেমসবন্ড’ সিরিজের সর্বশেষ সংযোজন স্কাইফল। এর আগে এই সিরিজের গোল্ডফিঙ্গার (১৯৬৪) বেস্ট সাউন্ড ইফেক্ট ও থান্ডারবল (১৯৬৫) বেস্ট স্পেশাল ভিজ্যুয়ালইফেক্ট বিভাগে অস্কার পেয়েছিল।
নিউজরুম