অস্কারের ৮৫তম আসরে সম্মাননা ‘জেমস বন্ড’

0
157
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( জানুয়ারী): চরিত্রটি কাল্পনিক, তাতে কী-ই বা আসে-যায়অস্কারের ৮৫তম আসরে সম্মাননাজানানো হবে জেমস বন্ডকেকাল্পনিক এই চরিত্রর বয়স এখন ৫০ বছরএই নিয়েচলছে উদ্যাপনএবারের অস্কার অনুষ্ঠান প্রযোজনা করছেন ক্রেইগ জ্যাডানজেমসবন্ডের ব্যাপারে তিনি বলেন, ‘বন্ড সিরিজটি ৫০ বছর পূর্তি উদ্যাপন করছেতাই আমরা খুব আনন্দিত অস্কারে বন্ড সিরিজকে সম্মান জানাতে পারব বলে১৯৬২সালে ডক্টর নো দিয়ে শুরু করার পর এই ছবিই সবচেয়ে লম্বা সিরিজ হিসেবেপরিচিততাই এই ইতিহাস বিস্ময়েরএদিকে অস্কারের মনোনয়নও পেয়েছে জেমসবন্ডসিরিজের সর্বশেষ সংযোজন স্কাইফলএর আগে এই সিরিজের গোল্ডফিঙ্গার (১৯৬৪) বেস্ট সাউন্ড ইফেক্ট ও থান্ডারবল (১৯৬৫) বেস্ট স্পেশাল ভিজ্যুয়ালইফেক্ট বিভাগে অস্কার পেয়েছিল

 

নিউজরুম

 

শেয়ার করুন