বিনোদন ডেস্ক(৮ জানুয়ারী): তিনমাস আগে সংগীতপরিচালক শওকত আলী ইমন ও অভিনয়শিল্পী বিজরী বরকতউল্লাহর ১৭বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এর পর থেকে একমাত্র মেয়ে উর্বানাকেনিয়ে বিজরী তাঁর মা-বাবার কাছে আছেন।
বিজরী বলেন, ‘আমি এ মুহূর্তেজীবনের সবচেয়ে ভালো সময় পার করছি। কারণ, আমি এখন মা-বাবার সঙ্গে আছি।মা-বাবার ভালোবাসা যে নিঃস্বার্থ, তা এখন বেশ ভালোভাবেই উপলব্ধি করতেপারছি। বলতে পারেন, এখনকার প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করছি।’
ইমনেরসঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নতুন করে সংসারজীবন নিয়ে কিছু ভাবছেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিজরী বলেন, ‘আমি আপাতত একমাত্র মেয়ে উর্বানাকেনিয়ে ব্যস্ত আছি। তার দেখভাল করতে করতেই দিন কেটে যাচ্ছে। এ ছাড়া মাঝেবেশ কয়েক বছর সাংসারিক ব্যস্ততার কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। এখন আবারঅভিনয়ে ব্যস্ত হতে চাই। এরই মধ্যে তিনটি ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছি।তবে আবার যদি নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিই, তা অবশ্যই সবাইকেজানিয়েই হবে। এখানে লুকোচুরি করার কিছু দেখছি না। আর, আমিও তো ছোট বাচ্চানই।’
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ জুলাই ভালোবেসে বিয়ে করেছিলেন ইমন ও বিজরী।
নিউজরুম