স্পোর্টস ডেস্ক(৮ জানুয়ারী): নতুনবলতে মঞ্চে সাকিব আল হাসানের উপস্থিতি। নইলে অনেকটা প্রথম বিপিএলের মতোইহলো ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সি উন্মোচন আর খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠান।এবারের বিপিএলে দলের অধিনায়কও থাকছেন গতবারের মাশরাফি বিন মুর্তজাই।
মাশরাফিরনেতৃত্বে প্রথম বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। অধিনায়কেরদায়িত্ব তাঁর কাঁধে থাকাটাই স্বাভাবিক। কাল অনুষ্ঠানের শুরুতেফ্র্যাঞ্চাইজির মালিক সেলিম চৌধুরী বললেন, ‘সবাই চায় উইনিং কম্বিনেশন ধরেরাখতে। আমরা তাই এবারও মাশরাফি বিন মুর্তজাকেই আমাদের অধিনায়ক ঘোষণা করছি।’
রাজধানীরর্যা ডিসন হোটেলে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজির পরিচিতিমূলক অনুষ্ঠানটা শেষ হলোসংবাদ সম্মেলন দিয়ে। এক পাশে সাকিব আল হাসান, আরেক পাশে মোহাম্মদআশরাফুলকে নিয়ে অধিনায়ক মাশরাফি বললেন, ‘আগেরবারের চেয়ে এবার আমাদের দল আরওভারসাম্যপূর্ণ। আশা করি এবারও ভালো খেলে আমরাই চ্যাম্পিয়ন হব।’ দলে আছেনশহীদ আফ্রিদি, তিলকরত্নে দিলশান, লুক রাইটের মতো ক্রিকেটার। তবে শিরোপা ধরেরাখার লক্ষ্যে মাশরাফির বড় অস্ত্র হতে পারেন সাকিবই। সাকিব অধিনায়ককেদিলেন আশ্বাস, ‘ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আগের চেয়ে ভালো করা। এটা ঠিক যেচ্যাম্পিয়ন দলে খেলার একটা চাপ আছে। তবে আমি পরিশ্রম করব। শুরুটা ভালো করতেচাই।’
খুলনা বিভাগের ছেলে, প্রথম বিপিএলে অধিনায়ক ছিলেন খুলনা রয়েলবেঙ্গলসের। কিন্তু এবার সর্বোচ্চ তিন লাখ ৬৫ হাজার ডলারে সাকিবকে কিনেনিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ঢাকায় নাম লিখিয়েই সাকিব যেন দলের সঙ্গেএকাত্ম, ‘খুলনার বাইরে এটাই আমার প্রথম দল। তবে খুব বেশি সমস্যা হওয়ার কথানয়। দলের সবাইকেই চিনি, একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সবার সঙ্গেইবোঝাপড়া ভালো। পেশাদার ক্রিকেটার হিসেবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আরএখন তো আমি পুরোই ঢাকার।’
বিসিএলের গত ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিদিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে সেটা আত্মবিশ্বাসবাড়াবে নিশ্চিত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আশরাফুল এমনিতেই একটু বেশিআত্মবিশ্বাসী, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমার রেকর্ড খারাপ নয়। কাজেই চাপনেওয়ার কিছু নেই, আমি চাই খেলাটা উপভোগ করতে। সবার সমর্থন পেলে ভালো করবআশা করি।’
মাশরাফি-আশরাফুলদের মতো পুরোনো অনেকে এবারও আছেন ঢাকাগ্ল্যাডিয়েটরসে। বোলিং কোচ জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদরফিক। ম্যানেজার জাতীয় দলের আরেক সাবেক সানোয়ার হোসেন এবং ফিজিওর দায়িত্বেজাতীয় দলের দক্ষিণ আফ্রিকান ফিজিও বিভব সিং।
দ্বিতীয় বিপিএলে নিজেদেরআনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে প্রথম বিপিএলের তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারেননিঢাকা গ্ল্যাডিয়েটরস-প্রধান সেলিম চৌধুরী। তাঁর দাবি, প্রথম বিপিএলেরপ্রতিশ্রুত অর্থ তাঁরা পাননি বিসিবির কাছ থেকে। এটাকে দুঃখজনক বলে তিনিঅবশ্য জানিয়েছেন, ‘গতকাল (পরশু) এই সমস্যার সমাধান হয়েছে এবং বিসিবি আমাদেরটাকা দিয়েছে। গতবার আমাদের খলনায়ক বানানো হয়েছে। কিন্তু বিসিবি টাকা শোধকরায় প্রমাণিত হলো, কোনো ফ্র্যাঞ্চাইজিই খলনায়ক ছিল না। সবাই নায়ক ছিল।’
১৭জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলেরদ্বিতীয় আসর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা দুইটায় উদ্বোধনী ম্যাচেখেলবে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস। একই মাঠে সন্ধ্যা ছয়টাথেকে শুরু হবে গতবারের রানার্সআপ বরিশাল বার্নার্স ও সিলেট রয়্যালসেরম্যাচটি। মিরপুর স্টেডিয়াম ছাড়াও এবার বিপিএলের ভেন্যু হয়েছে খুলনার শেখআবু নাসের স্টেডিয়াম ও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।
নিউজরুম