স্পোর্টস ডেস্ক(৮ জানুয়ারী): আবারও বিশ্বসেরার মুকুট লিওনেল মেসির মাথায়। প্রথম ফুটবলার হিসেবে টানা তিনবার ফিফা-বর্ষসেরা হওয়ার রেকর্ড আগেই গড়েছেন।
এবার২০১২-এর খেতাব জিতে বার্সেলোনার আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিজেকে নিয়েগেলেন নতুন উচ্চতায়। কাল জুরিখের ফিফা কংগ্রেস হাউসের আলোঝলমল মঞ্চে হাতেনিলেন বিশ্বসেরার স্বীকৃতি ফিফা-ব্যালন ডি’অর ট্রফি। বর্ষসেরা মহিলাফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামবাখ। বর্ষসেরা কোচ স্পেনের এএফপিlভিসেন্তে দেল বস্ক
নিউজরুম