গাজীপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি

0
196
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন অনুমোদন করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে প্রস্তাবটি এ অনুমোদন করা হয়। এটা হবে দেশের একাদশতম সিটি করপোরেশন।
টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাস করে গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করবে। আর আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে হবে দেশের একাদশতম এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন।
নিকারের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম জানান, ৩২৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরশেনের লোকসংখ্যা হবে ২৫ লাখের মতো।
সরকার গত বছরের শুরুতে গাজীপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেয়ার পর চলতি বছর ২২ অক্টোবর প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ব্যাপারে আপত্তি নিষ্পত্তির জন্য গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রসাশন।

নিউজরুম

শেয়ার করুন