মোফাজ্জল হোসেন, নওগাঁ (০৭ জানুয়ারী): নওগাঁ ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ রাজশাহী বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় অংশ গ্রহন করে রাজশাহী জেলা দল বনাম নওগাঁ জেলা দল।
টচে জিতে নওগাঁ জেলা দল প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভার ১০ উইকেটে ১০১ রান করে। জবাবে রাজশাহী জেলা দল খেলতে নেমে ৩৪ ওভার ৫ বলে ৩ উইকেট ১০৪ রান করে। ৭ উইকেটে রাজশাহী জেলা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও বিজিতদের পুরস্কার বিতরন করেন, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ এনামুল হক। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু , বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়াবিদ ডাঃ ময়নুল হক দুলদুল, বিসিবির প্রতিনিধি আনোয়ারুল মোত্তাকিম টরী, টুর্নামেন্টের আহবায়ক এ্যাডঃ শহীদ হাসান সিদ্দিকী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। খেলায় ম্যান অব দা ফাইনাল ওয়াহিদুল ইসলাম। খেলায় ৮টি জেলা দল অংশ গ্রহন করে।
নিউজরুম