ঢাকা (০৭জানুয়ারী) : চলতি নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন বসছে ২৭ জানুয়ারি। এটি ২০১৩ সালের প্রথম অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হবে।
সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৭৩ (২) অনুযায়ী এ অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন। পরে এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এদিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের পক্ষ থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিএনপির সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংসদ সদস্য পদ রক্ষায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদে আসেন। ২০ মার্চ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বক্তব্যের পর সংসদ ত্যাগ করলে আর ফেরেননি তারা।
বিএনপির দলীয়ভাবে সংসদে অনুপস্থিতি ৫০ কার্যদিবস। সদস্য পদ থেকে পদত্যাগ না করলে আগামী বছরের যেকোনো একটি অধিবেশনে যোগ দিলেই চলছে বিএনপিসহ শরিক দলগুলোর।
প্রসঙ্গত সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ চলে যাওয়ার বিধান রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জানুয়ারি চলতি ৯ম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়।
নিউজরুম