রাজধানীর কমিউনিটি সেন্টার

0
275
Print Friendly, PDF & Email

রাজধানীরকমিউনিটি সেন্টারগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে চলে যাচ্ছেএগুলো ব্যবহার করা হচ্ছে র্যা বের ক্যাম্প ও ঢাকা মহানগর পুলিশের নতুন থানাহিসেবেএতে করে রাজধানীর বিভিন্ন এলাকার লোকজন নাগরিকসুবিধা থেকে বঞ্চিতহচ্ছেবিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোর জন্য তাদের কষ্টকরে বিকল্প পথ খুঁজতে হয়বিপুল অর্থের বিনিময়ে বেসরকারি কমিউনিটি সেন্টারব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারাআইনশৃঙ্খলা রক্ষার কথা বিবেচনা করে এগুলোতাদের বরাদ্দ দেওয়া হয়েছেতবে নাগরিকসুবিধা বাদ দিয়ে কমিউনিটি সেন্টারগুলোবরাদ্দ দেওয়া উচিত নয়যে নাগরিকদের কথা বিবেচনা করে এগুলো করা হয়েছে, এখনতারাই সুবিধাবঞ্চিতসরকারকে এ বিষয়টি ভাবতে হবেবিভিন্ন সামাজিকঅনুষ্ঠান আয়োজনের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে এগুলো নির্মাণ করা হয়তাইনাগরিকদের সুবিধার জন্য সরকারকে দ্রুত বিকল্প ব্যবস্থা অবলম্বন করতে হবে
জাহেদুর রহমান, পুরানা পল্টন, ঢাকা

ফিজিওথেরাপি কলেজ
সরকারিউদ্যোগে কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠার দাবিটি দীর্ঘদিনেরকিন্তু কলেজটিপ্রতিষ্ঠার বাস্তব কোনো কার্যক্রম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে নাএ বছরওপঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষই বিএসসি ফিজিওথেরাপি কোর্সে ভর্তির কার্যক্রমপরিচালনা করছেভর্তি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কোনোরূপ আবাসিক সুবিধাদেওয়া যাবে না মর্মে উল্লেখ রয়েছেএমবিবিএস পড়ার জন্য মেডিকেল কলেজ ওবিডিএস পড়ার জন্য ডেন্টাল কলেজ থাকলেও ফিজিও থেরাপি পড়ার জন্য পৃথক কোনোফিজিওথেরাপি কলেজ নেইএকটি স্বয়ংসম্পূর্ণ ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠারজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি
এম এ মতিন শিকদার
মিরপুর হাউজিং এস্টেট, রূপনগর, ঢাকা

 

শেয়ার করুন