বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৭ জানুয়ারী): যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় এ বছর অপরাধ বেড়েছে। এসব অপরাধের জন্যঅ্যাপলের আইফোন ও আইপ্যাডকে দায়ী করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, ২৪ ডিসেম্বর ২০১২ পর্যন্ত হিসাবঅনুযায়ী ২০১১ সালে আগের বছরের তুলনায় তিন হাজার ৪৮৪টি অপরাধ বেশি হয়।২০১২ সালে তা ২০১১ সালের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯০টি। বাড়তি এঅপরাধের বেশির ভাগই ঘটে আইফোন ও আইপ্যাড চুরি নিয়ে। দামি ও লোভনীয়অ্যাপলের ডিভাইসগুলো চুরির ঘটনা প্রায়ই ঘটছে। অন্য কোনো ডিভাইস নিয়ে এধরনের ঘটনা তেমন ঘটে না। এমনকি গুগলের নেক্সাস সিরিজ, স্যামসাংয়েরগ্যালাক্সি ট্যাব নিয়ে এমন ঘটনা কম ঘটে।
নিউজরুম