বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৭ জানুয়ারী): বাজারে সাশ্রয়ী দামের উইন্ডোজনির্ভর নোটবুক প্রত্যাশা করছেন বাজারবিশ্লেষকেরা। তাঁদের মতে, আশানুরূপ বিক্রি হচ্ছে না উইন্ডোজ ৮ অপারেটিংসিস্টেমনির্ভর ল্যাপটপ। বাজারে সাশ্রয়ী দামের উইন্ডোজ ৮ চালিত ল্যাপটপেরউপস্থিতি কম থাকায় উইন্ডোজ ল্যাপটপের বিক্রি কমেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান এনপিডি গ্রুপ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। এক খবরে এ তথ্যজানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
এনপিডি গ্রুপের প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮ বাজারে আনার পরও উইন্ডোজ নির্ভর ল্যাপটপবিক্রির বার্ষিক হিসেবে উল্লেখযোগ্য তারতম্য ঘটেনি। উইন্ডোজনির্ভর নোটবুকবিক্রিতে বড় পরিবর্তন আসেনি। বড়দিনের ছুটি উপলক্ষে উইন্ডোজনির্ভর নোটবুকেরবিক্রি বেড়ে যাবে বলে মাইক্রোসফট আশা করলেও দাম বেশি হওয়ায় আশানুরূপ বিক্রিহয়নি উইন্ডোজ ল্যাপটপ। এদিকে অ্যাপলের তৈরি ম্যাকবুকের বিক্রিও কমেছে।
বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে দামি ল্যাপটপের চাইতে ক্রেতারা সাশ্রয়ীপ্রযুক্তিপণ্যের দিকে ঝুঁকছেন। টাচ স্ক্রিন প্রযুক্তির ডিসপ্লে ওউইন্ডোজনির্ভর পণ্যের দাম কমালে নোটবুকের বিক্রি আরও বাড়বে বলেই আশা করছেনতাঁরা।
নিউজরুম