বিনোদন ডেস্ক(৭ জানুয়ারী): বলিউডে সেলিব্রিটি ক্রিকেট নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। রিতেশ দেশমুখ এতদিন নিয়মিত খেলে এসেছেন সোহেল খানের দলে। এবার নিজেই কিনলেন একটি দল। একসূত্র জানিয়েছে, এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক হিসেবে বউনি করেছেন একটিমারাঠি ছবি দিয়ে। শিগগিরই হাত দিচ্ছেন দ্বিতীয় প্রযোজনার কাজে। এদিকে নিজেরক্রিকেট দলের জন্য অনেক পরিকল্পনা রিতেশের। ক্রিকেট দলের মধ্যেঅভিনেত্রী-স্ত্রী জেনেলিয়া ডি-সুজাকেও রেখেছেন রিতেশ; বললেন, ‘জেনেলিয়াআমাদের শুভেচ্ছাদূত। সে আমার জীবনের অংশ, তেমনি কাজেরও।’
নিউজরুম