আমরা শুধুই ভালো বন্ধু

0
134
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( জানুয়ারী): তারা বরাবরই বলে আসছেন আমরা শুধুই ভালো বন্ধুতবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বলছে অন্য কিছুবলিউডি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের গুজব চলছে সেই ২০০৯ সাল থেকে; সেই গুজবকে সত্য প্রমাণ করার আলামত পাওয়া গেল আরো একটিআর তা হলো, নিউ ইয়র্কে ওই জুটির একত্রে ২০১৩ কে বরণ করে নেয়ার ঘটনাপশ্চিমা গণমাধ্যমে প্রকাশ, লন্ডনে পরিবারের সাথে বড়দিন কাটানোর পর ক্যাটরিনা উড়াল দেন নিউ ইয়র্কের উদ্দেশেআর সেখানেই তাকে দেখা যায় বিগ অ্যাপেলের কাছে রণবীরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় নতুন বছরকে স্বাগত জানাতে

 

এর আগে ২০১২ তে বেশ কয়েকবার একত্রে দেখা গেছে ওই জুটিকেরণবীরের জন্মদিনের পার্টি, দিওয়ালি পার্টিÑ সবখানেই দেখা গেছে ক্যাটের সরব উপস্থিতিএমনকি আদর্শ প্রেমিকার মতো রণবীরের জন্মদিনের পার্টির অতিথি তালিকাও এর আগের দিন নিজের হাতেই তৈরি করেন ক্যাটরিনা

 

তবে এত কিছুর পরও মিডিয়াতে কোনোভাবেই নিজেদের ব্যাপারে মুখ খুলছেন না ওই জুটিআর তাই শুধুই ভালো বন্ধুর মোড়কে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়

 

নিউজরুম

 

শেয়ার করুন