১০ রানের জয় ভারতের

0
166
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(৭ জানুয়ারী): শূন্যে লাফিয়ে মোহাম্মদ হাফিজের ক্যাচটা ধরেই যুবরাজ সিংয়ের ভোঁ-দৌড়উচ্ছ্বাসের আতিশয্যে মনে হলো ভারত বুঝি বিশ্বকাপ জিতেছেকিন্তু এটা তোআগেই ভাগ্যনির্ধারিত হয়ে যাওয়া একটি সিরিজের মৃত শেষ ম্যাচই ছিল, তাই না? তবে যাঁরা এই ম্যাচ দেখেছেন তাঁদের কাছে উদ্যাপনটাকে বাড়াবাড়ি মনে হয়নিমাত্র ১৬৭ রান করে জিতলে আবেগ বাঁধ মানে নাতা ছাড়া ১০ রানের এই জয়ে যেঠেকানো গেল লজ্জার এক ইতিহাসের ফিরে আসাটাকে
কয়েক দিন আগে ইংল্যান্ডেরকাছে টেস্ট সিরিজ হেরে ২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছিল ভারতকালদিল্লিতে আবারও আরেকটি লজ্জার ইতিহাস ফিরিয়ে আনার সব জোগাড়যন্ত্র করেফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরামাত্র ১৬৭ রানে অলআউট২৯ বছর পর আবারদেশের মাটিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার শঙ্কায় রীতিমতো কাঁপছিল বিশ্বচ্যাম্পিয়নরাকিন্তু বোলিং-ফিল্ডিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সেপাকিস্তানকে গুটিয়ে দিল ১৫৭ রানেদিল্লির কনকনে শীতের সন্ধ্যাটাকে শেষপর্যন্ত উসবের উত্তাপেই উপভোগ করল মহেন্দ্র সিং ধোনির দল
প্রথম দুটিম্যাচ হেরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা পাকিস্তানকে দিয়ে দেওয়া ভারত কালটস জিতে নিয়েছিল ব্যাটিংব্যাটিং-ব্যর্থতার ধারাবাহিকতায় এরপর ওই ১৬৭অধিনায়ক ধোনিও স্বীকার করে নিয়েছেন রানটা ছিল বেশ কমতিন ছক্কায়ইনিংস-সর্বোচ্চ ৩৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হওয়া অধিনায়ক ম্যাচের পরবললেন সেটাই, ‘১৬০ যথেষ্ট ছিল নাআমি ছেলেদের বলেছিলাম এটা যথেষ্ট নয়ঠিকই, কিন্তু দলটা তো ভালোভাবে লড়াই করতে পারেসেই লড়াইটা দারুণভাবেইকরেছে ভারতবোলাররা তাঁদের কাজটা ঠিকমতো করেছেন, তবে ভারতের ফিল্ডাররা কালফিরোজ শাহ কোটলায় ছিলেন অসাধারণধোনিও বললেন সেটাই, ‘স্পিনাররা দারুণ কাজকরেছে, তবে আমার কাছে এই ম্যাচের সেরা আমাদের ফিল্ডাররাইভারতীয়ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকও
ছোটলক্ষ্যের পেছনে ছোটা পাকিস্তানিরা শুরুতেই পড়ে বিপর্যয়ে১৪ রানের মধ্যেইকামরান আকমল ও ইউনুস খানকে ফিরিয়ে পাকিস্তানকে কাঁপিয়ে দেন ভুবনেশ্বরকুমারকিন্তু সিরিজের সেরা খেলোয়াড় নাসির জামশেদ ও অধিনায়ক মিসবাহ-উল-হককক্ষপথে ঠিকই ফিরিয়ে আনেন দলকে৩৪ করে জামশেদ আউট হওয়ার পর মিসবাহ উমরআকমলকে নিয়ে দলকে নিয়ে যান ১১৩ রানেএরপরই বিপর্যয়৩ উইকেটে ১১৩ থেকেদেখতে না-দেখতেই পাকিস্তান ৬ উইকেট ১২৫উমর গুলকে নিয়ে সপ্তম উইকেটে যখন১৯ রানের জুটি গড়েন পরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হাফিজ, মনে হয়েছিলবোলিংয়ের সময় হাফিজের চোট পাওয়াটা হয়তো পাকিস্তানের জন্য শাপেবরকিন্তু১৪৪ থেকে ১৪৫এই ১ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে আবার পাকিস্তানম্যাচের লাগাম তুলে দেয় ভারতের হাতে
ভারতের ইনিংসে যথারীতি ছিল আগেরদুটি ম্যাচেরই ছায়াশুরুতেই পাকিস্তানি দুই পেসার মোহাম্মদ ইরফান ওজুনায়েদের চেপে ধরা, এরপর স্পিনারদের বাকি কাজটুকু সারাকালই অফ স্পিনারসাঈদ আজমল করলেন তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা (৫/২৪)

 

নিউজরুম

 

শেয়ার করুন