মানব উন্নয়ন সূচকে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

0
173
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক  (৬জানুয়ারী) : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ সব সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি লিঙ্গ সমতার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। তিনি শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে জিএল মেহতা স্মারক বক্তৃতায় এ কথা বলেন।
অমর্ত্য সেন বলেন, বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী বা স্কুল শিক্ষকের ঐকান্তিক সহায়তার কারণে মানব উন্নয়নের সব সূচকে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। তিনি বলেন, লিঙ্গভিত্তিক সমতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে মানব উন্নয়ন সূচকে ভারত পিছিয়ে পড়েছে।
‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘দিল্লির গণধর্ষণের ঘটনার একটি ভালো দিক হচ্ছে, বিষয়টি আমাদের নজর কেড়েছে। যাঁরা বলেন যে ধর্ষণ শহরে সংঘটিত হয়, গ্রামে নয়; আমি তাঁদের এ কথাই বলব, এ ব্যাপারে তাঁরা ওয়াকিবহাল নন। আমাদের গ্রামগুলোতে দলিত নারীরা অব্যাহতভাবে ধর্ষণের শিকার হচ্ছেন।’
ভারতে জনস্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন বলে উল্লেখ করেন অমর্ত্য সেন।
জনস্বাস্থ্যের ক্ষেত্রে ভারত জিডিপির মাত্র ১ দশমিক ২, চীন ২ দশমিক ৭ এবং ইউরোপের দেশগুলো ৭ দশমিক ৯ শতাংশ ব্যয় করে। বাসস।

 

শেয়ার করুন