নাটোর (৬জানুয়ারী) : নাটোরের নলডাঙ্গায় যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম জনি বেগম (২৫)। তার পরিবারের অভিযোগ, পিটিয়ে আহত করার পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে জনিকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে নলডাঙ্গা থানার পূর্ব সোনাপাতিল গ্রামের জনি বেগমকে (২৫) মারপিট করে স্বামী রুবেল হোসেন (৩০)। পরে রোববার ভোরের দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে, ঘটনার পর থেকে জনির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হারুনুর রশিদ জানান, পূর্ব সোনাপাতিল গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে দুপুরে একটি হত্যা মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট অনুযায়ী তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
নিউজরুম