পিপলু, রহমান নাটোর (০৬ জানুয়ারী): নাটোর প্রেসক্লাবে আগুন লেগে গুদাম ঘরে রক্ষিত কাগজ সহ আসবাবপত্র পুড়ে গেছে। রোববার পোণে চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রেসক্লাব কর্তপক্ষ দাবী করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রেস ক্লাব সুত্রে জানাযায়, শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাব ভবনে ভোর পোণে ৪ টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার দল ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে ক্লাবের গুদাম ঘরের কাঠের আলমারী সহ বেশ কিছু আসবাবপত্র ও জরুরী কাগজ পত্র পুড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে পানিতে কম্পিউটার ও টেলিভিশনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম লক্ষাধিক টাকার ক্ষাতি হওয়ার আশংকা রয়েছে বলে জানান।
সম্পাদনা আনোয়ার হোসেন আলীরাজ, হেড অব নিউজ