কৃষি ডেস্ক(৬ জানুয়ারী):‘বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে ১০৮টি নীল পদ্ম’ এনেও যারা প্রিয় মানুষটির মন জয় করতে পারেননি, এবার আরেকটু চেষ্টা করে দেখতে পারেন তারা। ‘মঙ্গলের ফুল’ উপহার পেলে হয়তো বীর প্রেমিককে আর অবহেলায় ফিরিয়ে দেবে না প্রিয়তমা নারীর কঠিন মন। এ তো আর যেনতেন গোলাপ কিংবা রজনীগন্ধা ফূল নয়; মঙ্গল গ্রহের ফুল বলে কথা! ভাবছেন, মঙ্গলের ফুল পাবেন কোথায়? কেন, মঙ্গলেই। নাসার সঙ্গে যোগাযোগ করুন শিগগির। মঙ্গলে পাঠানো নাসার রোবোট ‘কিউরিওসিটি রোভার’ সম্প্রতি মঙ্গলের মাটিতে ফুলের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। সেই ফুলের ধ্বংসাবশেষের অনেকগুলো ছবিও পাঠিয়েছে কিউরিওসিটি। এনবিসি নিউজের ‘ফটো ব্লগ’-এ এসব ছবি ছাপানো হয়েছে। এনবিসির খবরে বলা হয়েছে, কিউরিওসিটির ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে চিত্রগ্রহণের সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে তোলা এসব ছবিতে ফুলের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। মার্কিন আলোকচিত্রী কেন ক্রেমার এসব খণ্ড খণ্ড ছবি একত্র করে এবং তাতে রং চড়িয়ে বাস্তবের রূপ দিয়েছেন।
নিউজরুম