কৃষি ডেস্ক(৬ জানুয়ারী):আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দাম কিছুটা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক কৃষিপণ্যের বাজারে গত শুক্রবার গম, ভুট্টা, সয়াবিন, ইথানল প্রভৃতি কৃষিজাত পণ্যের দাম কমেছে।
আগামী মার্চে সরবরাহ করার লক্ষ্যে যে কেনাবেচা হয়েছে তাতে দেখা যায়, প্রতি বুশেল (৩৫.২ লিটার) ভুট্টার দাম ১ দশমিক ৩১ শতাংশ কমে ৬ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
গমের দাম ১ দশমিক শূন্য ৯ শতাংশ কমে বুশেলপ্রতি ৭ দশমিক ৪৭ ডলারে নেমেছে। খবর বাসস ও সিনহুয়ার।
এ ছাড়া সয়াবিনের দাম ১ দশমিক ৩৯ শতাংশ হ্রাস পেয়ে বুশেলপ্রতি ১৩ দশমিক ৬৭ ডলারে নেমে গেছে। মার্কিন মুদ্রা ডলারের বিনিময় হার গম–ভুট্টা প্রভৃতি কৃষিপণ্যের দামে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হয়।
নিউজরুম