জজকোর্টে আইনজীবীদের ওপর হামলা, গুলি-টিয়ার শেল

0
209
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৬ জানুয়ারী) : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিরোধী ১৮দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আইনজীবীদের মিছিলে হামলার খবর পাওয়া গেছে। এ সময় ১০/১২ রাউন্ড টিয়ারশেল, গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।  

রাজধানীর জজকোর্ট এলাকায় রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বারের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট সানা উল্লা মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জজকোর্ট থেকে একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ৭৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবউদ্দিন সাবুর নেতৃত্বাধীন আরেকটি মিছিলও
আইনজীবীদের মিছিলে হামলা চালায়। পরে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলা কারণে আইনজীবীরা জজকোর্ট ভবনে আশ্রয় নেন।

আইনজীবীদের অভিযোগ, পুলিশ ও যুবলীগ একসঙ্গে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলেও তারা জানান। এ সময় পুলিশ ১০/১২ রাউন্ড টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে বলেও জানিয়েছেন আইনজীবীরা।

নিউজরুম

শেয়ার করুন