বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৬ জানুয়ারী): ম্যাক্স পেইন ৩ একটি অ্যাকশনধর্মী গেম। অ্যাকশন গেমারভক্তদের পছন্দের তালিকায় যে ক’জন হিরো রয়েছে তার মধ্যে ম্যাক্স পেইন অন্যতম। গেম সিরিজটির যাত্রা শুরু হয়েছে অনেক আগে ম্যাক পেইন নামে। গেমের নাম দেয়া হয়েছে গেমের প্রধান চরিত্রের নামে। গেমটি ডেভেলপ করেছে রিমেডি এন্টারটেইনমেন্ট এবং যৌথভাবে পাবলিশ করেছে গ্যাদারিং ও থ্রিডি রেলমস। দুই বছর পরই গেমটির দ্বিতীয় পর্ব বের হয়েছিল, যা পাবলিশ করেছিল রকস্টার গেমস। এখন ম্যাক্স পেইন সিরিজ নিজস্ব সম্পত্তি হিসেবে রকস্টার গেমসের ঝুলিতে রয়েছে। রকস্টার অনেক দিন শেষে বের করল ম্যাক্স পেইন সিরিজের তৃতীয় পর্ব ম্যাক্স পেইন ৩। গেমটির ডেভেলপার ও পাবলিশার উভয়ই রকস্টার গেমস। ডেভেলপের কাজে রকস্টারের বেশ কয়েকটি টিম কাজ করেছে। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে রেজ ও ইউফোরিয়া নামের গেম ইঞ্জিন। গেমটি ডিস্ট্রিবিউট করেছে টেইক– টু– ইন্টার– অ্যাক্টিভ। থার্ড পারসন শুটিং গেমগুলোর মধ্যে বেশ নামকরা এ গেম সিরিজটির নতুন পর্বে গেমটিকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে কিছু নতুন অপশন যোগ করে। নতুন অপশনের পাশাপাশি আগের কিছু অপশনও রাখা হয়েছে যাতে গেমের পুরনো আমেজ বজায় থাকে। গেমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে লাফিয়ে শূন্যে থাকা অবস্থায় গুলি করার মতা। গেমের এ অ্যাকশনটিই গেমের মূল আকর্ষণ। গেমে নতুনভাবে যোগ করা হয়েছে শত্রুপরে গুলির হাত থেকে বাঁচার জন্য কভার নেয়া, গুলি করার পর তা ধীরগতিতে দেখার সুযোগ, গুলি করার পারফেকশন ইত্যাদি। জীবনীশক্তি বাড়ানোর জন্য পেইনকিলার খাবার ব্যাপারটি নতুন গেমে রাখা হয়েছে। আগের গেমে ম্যাক্স পেইনের জীবনের এক পর্বের কাহিনী তুলে ধরা হয়েছিল যেখানে সে তার স্ত্রী ও কন্যার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছিল। আগের গেমের পটভূমি ছিল নিউ ইয়র্ক। কিন্তু এবারের গেমের কাহিনী সাজানো হয়েছে ব্রাজিলের সাও পাওলো নামের শহরে। এবারের গেমে ম্যাক্স কাজ করবে এক প্রাইভেট গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে। গেমের প্রথম দিকে ম্যাক্স পেইন আগে যেমন ছিল তেমনি দেখাবে। কিন্তু গেমের কয়েকটি মিশনের পর তার চেহেরায় আনা হবে ব্যাপক পরিবর্তন। তার আগের সুদর্শন চেহারায় পরিবর্তে মুখে দাঁড়ি ও মাথায় টাক দিয়ে চেহারায় ভয়ঙ্কর ভাব দেয়া হয়েছে। এ গেমে ম্যাক্স পেইনের কাজ হবে একটি সেলিব্রেটি পরিবারের সুরা দেয়া।
পিসি রিকয়্যারমেন্ট
প্রসেসর : ইন্টেল ডুয়াল কোর, ২.৪ গিগাহার্টজ, র্যাম: ২ গিগাবাইট, গ্রাফিক্স কার্ড : এনভিডিয়া জিফোর্স ৮৬০০ জিটি বা এইচডি ৩৪০০ এবং ফ্রি হার্ডডিস্ক স্পেস : ৩৫ গিগাবাইট।
নিউজরুম