বিনোদন ডেস্ক(৬ জানুয়ারী): অভিষেক বচ্চন এবার জুটি বাঁধছেন রিতেশ দেশমুখের সঙ্গে। আজ জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাঁরা। গত বছর তাঁদের দুজনের ছবিই ব্যবসাসফল হয়েছে—অভিষেকের বোলবচ্চন আর রিতেশের তেরে নাল লাভ হো গ্যায়া। উপস্থাপনাতেও তাঁরা সফল হবেন বলেই আশা করছেন অভিষেক। আর জি সিনে অ্যাওয়ার্ডসকে নতুন বছরের অন্যতম সেরা অনুষ্ঠান বলে মনে করছেন রিতেশ। তাই উপস্থাপক হওয়ার সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাবেন তিনি।
এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মাসহ আরও অনেকে।
নিউজরুম