বিনোদন ডেস্ক(৬ জানুয়ারী):২৭ বছরে পা রাখলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ২০০৭ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন দীপিকা। ছবিতে ভালো অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরই মধ্যে তিনি নিজেকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করেছেন।
অভিনয়–জগতে যাত্রা শুরুর আগে সফল মডেল হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন দীপিকা। পঞ্চম কিংফিশার ফ্যাশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বছরের সেরা মডেল হন; এর পরপরই ২০০৬ সালের কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডারের মডেল হিসেবে ক্যামেরাবন্দী হন, স্বীকৃতি হিসেবে জি ফ্যাশনের বছরের সেরা নারী মডেল ও সেরা নতুন মুখের পুরস্কার পান তিনি।
পেশাগত কাজের পাশাপাশি একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েও খবরের শিরোনাম হয়েছেন দীপিকা। মডেলিং পেশায় থাকার সময় নিহার পাণ্ডের সঙ্গে প্রেম করেছেন। বলিউডে পা রাখার এক বছরের মাথায় ‘বাঁচনা অ্যায় হাসিনও’ (২০০৮) ছবির সহ–অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রণয়ে জড়ালে দীপিকাকে ছেড়ে চলে যান নিহার।
প্রকাশ্যে চুটিয়ে প্রেম করলেও, রণবীর–দীপিকার প্রেম খুব বেশিদিন টেকেনি। ২০০৯ সালে তুমুল জনপ্রিয় এ তারকা জুটির বিচ্ছেদের খবরে তোলপাড় ওঠে বলিউডপাড়ায়। দীপিকা ২০১০ সালে সিদ্ধার্থ মালায়ার সঙ্গে প্রণয়ে জড়ান। তাঁর এই প্রেমও ভেঙে যায় ২০১২ সালে। সম্প্রতি ‘রামলীলা’ ছবির সহ–অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের খবর প্রকাশিত হয়েছে বলিউড কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। দীপিকা সম্পর্কে এসব তথ্য কম–বেশি অনেকেরই জানা আছে। তবে তাঁর সম্পর্কে খুব কম মানুষ জানেন, সম্প্রতি এমন কিছু তথ্য প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া।
দীপিকার জন্ম ডেনমার্কে
১৯৮৬ সালে দীপিকার জন্ম হয়েছিল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। তাঁর বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাডমিন্টন খেলে প্রশংসা কুড়িয়েছেন প্রকাশ। দীপিকার ছোট বোন আনিশার বয়স এখন ২২ বছর।
বাবার মতোই ব্যাডমিন্টন খেলতেন
দীপিকা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন। বেঙ্গালুরুর সোফিয়া হাইস্কুলে পড়ার সময় আন্তরাষ্ট্রীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন।
সামক ডাবরের ছাত্রী
‘দিল তো পাগল হ্যায়’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সামক ডাবরের কাছ থেকে নাচের তালিম নিয়েছেন দীপিকা।
অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না
শৈশবে কখনোই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি দীপিকা। এমনকি অভিনয়ে অভিষেক হওয়ার কিছুদিন আগে ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি।
অভিনয়ে অভিষেক কানাড়া ছবিতে
বলিউডে পা রাখার আগে ভারতের কর্ণাটকে মুক্তি পেয়েছিল দীপিকা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ঐশ্বরিয়া’। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
চুক্তিবদ্ধ প্রথম ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’
ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দীপিকা। মজার বিষয় হলো, শুরুতে তিনি ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ছবিটির কাজ পিছিয়ে যাওয়ায় পরে তাঁকে ‘ওম শান্তি ওম’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অন্তর্ভুক্ত করেন ফারাহ। প্রায় ছয় বছর পর ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজ আবার শুরু হয়েছে। ছবিটিতে শাহরুখ খানের অন্তর্ভুক্তি নিশ্চিত হলেও, তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
প্রথম সংলাপ শুরু হয়েছিল গালি দিয়ে
‘ওম শান্তি ওম’ ছবিতে দীপিকা প্রথম যে সংলাপ আওড়ে ছিলেন তা ছিল অনেকটা এরকম: ‘কুত্তে, কামিনে। ভগবান কে লিয়ে মুঝে ছোড় দে।’
শাহরুখভক্ত
বলিউডের অভিনেতাদের মধ্যে দীপিকার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন শাহরুখ খান।
প্রাচীনপ্রিয়
সমসাময়িক কোনো বলিউডের অভিনেত্রীকে পছন্দের তালিকায় ঠাঁই দেননি দীপিকা। তাঁর প্রিয় অভিনেত্রীদের মধ্যে আছেন সত্তুর, আশি ও নব্বই দশকের জনপ্রিয় তিন অভিনেত্রী শ্রীদেবী, মাধুরী দীক্ষিত এবং কাজল।
পছন্দ সায়েন্স ফিকশন আর অ্যাকশন কমেডি
হলিউডের ছবির মধ্যে দীপিকার পছন্দের দুটি ছবি হচ্ছে– ‘ম্যাট্রিক্স’ এবং ‘চার্লি’স অ্যাঞ্জেলস’।
নিউজরুম