ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাকিব খান

0
142
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৬ জানুয়ারী): বাংলাদেশের জনপ্রিয় এনার্জি ড্রিংক পাওয়ারএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল নায়ক ঢালিউডের কিং খান নামে খ্যাত শাকিব খানের এটাই কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে প্রথম আত্মপ্রকাশ। দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা চিত্রনায়ক শাকিব খান আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংক্রান্ত চুক্তি স্বার করেন। চুক্তির আওতায় শাকিব খান আগামী এক বছর পাওয়ার এনার্জি ড্রিংসের বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ ছাড়াও এবং পাওয়ার এনার্জি ড্রিংকের বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রাণ বেভারেজের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, হেড অব মার্কেটিং (বেভারেজ) শঙ্খ বসু, ব্র্যান্ড ম্যানেজার রোমায়েল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণএর পরিচালক ইলিয়াস মৃধা বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সব শ্রেণীপেশার দর্শকের কাছে ব্যাপক সমাদৃত ছিল। মাঝে নানা চড়াইৎরাই পেরিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে নতুন প্রজন্মের কিছু চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাদের অভিনন্দন জানাই। বাংলাদেশী সিনেমা দর্শকদের মাঝে শাকিব খান অত্যন্ত

 

জনপ্রিয়; সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম। শাকিব খানকে পাওয়ার এনার্জি ড্রিংসের অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরো বলেন, গানের নতুন প্রতিভা অন্বেষণে আমরা পাওয়ার ভয়েস নামে একটি রিয়েলিটি শো নির্মাণ করেছি। চিত্রনায়ক শাকিব খান বলেন, পাওয়ার এনার্জি ড্রিংক ইতোমধ্যেই বাংলাদেশের তরুণ প্রজন্মসহ বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে পছন্দের কোমল পানীয় হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক বিদেশী পণ্যের মডেল হিসেবে কাজ করার অফার থাকলেও প্রাণএর মতো একটি জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করতে পেয়ে আমি খুশি। দেশজুড়ে আমার অনেক ভক্ত রয়েছে, কিন্তু আমি নিজে পাওয়ার এনার্জি ড্রিংসের একজন ভক্ত। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ভক্তদের নিয়মিতভাবে দেশের সেরা ব্র্যান্ড পাওয়ার এনার্জি ড্রিংক পান করার জন্য ৎসাহিত করতে চাই

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন