নয়াপল্টন (৬জানুয়ারী) : নিরুত্তাপ নয়াপল্টনে হঠাৎ মিছিল করলেন সংরক্ষিত আসনের বিএনপি দলীয় পাঁচ সংসদ সদস্য। এরা হলেন, আশিফা আশরাফী পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি ও শাম্মী আক্তার।
বেলা সাড়ে ১১টার দিকে তারা পুরানা পল্টনের দিক থেকে নয়াপল্টনে আসেন। পার্টি অফিসের সামনে এসে ডানে-বাঁয়ে কিছু সময় ঘোরাঘুরি করে সরকার বিরোধী শ্লোগান দিতে শুরু করেন তারা। তাদের এমন হঠাৎ মিছিল নয়াপল্টনের নিস্তরঙ্গ পরিবেশ জমিয়ে তোলেন বেশ।
হ্যাপা সামলাতে নয়াপল্টনে মোতায়েন থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়া কর্মীদের কাছে বিষয়টি বেশ উপভোগ্য হয়ে ওঠে।