চৌদ্দগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, রাবার বুলেটবিদ্ধ ৩

0
291
Print Friendly, PDF & Email

কুমিল্লা ( ৬জানুয়ারী) : চৌদ্দগ্রাম পৌর এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিবির কর্মী ও এক পথচারী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন।

রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষ হয়।

এতে শিবির কর্মী মিলন (২৮) ও হেলাল উদ্দিন (৩০) এবং আব্দুর সাত্তার (৩২) নামে এক পথচারীও বুলেটবিদ্ধ হন। এদের মধ্যে, সাত্তারকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দু’জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মিজানুর রহমান দুই কর্মীর বুলেটবিদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেন।

তবে সংঘর্ষের কথা স্বীকার করলেও রাবার বুলেটবিদ্ধ হওয়ার কথা অস্বীকার করেছেন চৌদ্গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এদিকে সকাল ১০টার দিকে কালিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এখলাস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজরুম

শেয়ার করুন