ঢাকা (৬জানুয়ারী) : তদন্তের স্বার্থে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।
রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াপল্টনে দায়িত্বরত ডিসি আনোয়ার এ কথা জানান। গত ৯ ডিসেম্বরের অবরোধে রিজভীর বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আনোয়ার হোসেন বলেন, “তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করতেই পারেন।”
তবে কখন নাগাদ রিজভীকে গ্রেফতার করা হবে বা আদৌ করা হবে কি না তা খোলাসা করেনি পুলিশের কোন সূত্রই।
এ বিষয়ক প্রশ্নের জবাবে তারা কেবল বলছেন, “বিশৃংখলা করলে কাউকে ছাড়া হবে না।”এ বিষয়ে রিজভীর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “অ্যারেস্ট তো করতেই পারে। এজন্য তারা শকুনের মতো বসে আছে।”
গ্রেফতার এড়াতে গত ৯ ডিসেম্বরের অবরোধের আগে থেকে পার্টি অফিসে অবস্থান নেওয়া রিজভী হরতালের সকালে নিচে নেমে প্রবেশ পথের ভেতরের দিকে বসেন। তার সঙ্গে আরো অবস্থান অপর যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
নিউজরুম