ঢাবিতে ককটেল ফোটালো দুর্বৃত্তরা, ছাত্রলীগ পেটালো সাংবাদিকদের

0
164
Print Friendly, PDF & Email

ঢাকা (৫জানুয়ারী) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনার ছবি তুলতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে মারধোরের শিকার হয়েছেন কয়েকজন ফটো সাংবাদিক। এরা হচ্ছেন স্টাফ ফটোকরেসপন্ডেন্ট হারুন-অর-রশিদ রুবেল, প্রথম আলোর হাসান রাজা, রয়টার্স এর এন্ড্রু বিরাজ ও নিউ এজ এর সনি রামানি।

ছাত্রলীগের কর্মীরা তাদের আটকে ফেলে মারধোর করতে থাকলে হাসান রাজা ছাড়া বাকি তিনজনকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

রুবেল জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে যাওয়ার পর সেখানে ছাত্রলীগের কর্মীরা ছুটে আসে। কিন্তু বিস্ফোরণকারী দুবৃত্তরা দ্রুত কেটে পড়লে সেখানে ফটো সাংবাদিকদের পেয়ে তাদের ওপর চড়াও হয় ছাত্র লীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান জানান, কোনো কারণ ছাড়াই সাংবাদিকদের ওপর চড়াও হয় ছাত্রলীগের কর্মীরা।

এদিকে, শাহবাগ থানার ওসি সিরাজ বাংলানিউজকে বলেন, সেখানে ফটো সাংবাদিকদের আটকে ফেললে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এর বেশি কিছু নয়।

রুবেল সহ ফটো সাংবাদিকদের ওপর এমন ঘটনায় সিনিয়র সাংবাদিকরা শাহবাগ থানার দিকে যাচ্ছেন। বিষয়টি সমাধানের জন্য।

নিউজরুম

শেয়ার করুন