লাগাতার হরতালের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে

0
136
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৫জানুয়ারী) : লাগাতার হরতালের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির আটক নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে এবং বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি বলেন, যত হামলা-মামলা হবে, ততই বিএনপির আন্দোলন বেগবান হবে। তিনি আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নিউজরুম

শেয়ার করুন