ঢাকা (৫জানুয়ারী) : পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অভিযোগ করেছেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট হরতালের জন্য এমন একটি দিন বেছে নিয়েছে, যেদিন বর্তমান মহাজোট সরকারের চার বছর পূর্তি উৎসব। একটি উৎসব পণ্ড করার জন্য এ হরতাল।
এটি শুভ রাজনীতির উদ্দেশ্য হতে পারে না।’শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে কম্বল বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম আমাদের প্রতিবেশী দেশের চেয়ে অনেক কম। আমাদের তো জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে বিক্রি করতে হয়। আমরা যে দামে জ্বালানি ক্রয় করি, তার চেয়ে অনেক কম দামে বিক্রি করি। বিরোধী দল দেশ পরিচালনা করেছে। তারা জানে, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। সেটি জেনেও তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য এ কর্মসূচি দিয়েছে।’
দীপু মনি বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের এ হাতিয়ারকে অপব্যবহার করা হয়। বিরোধী দল হরতালের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে, সেটি জনগণ দেখছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এ হরতালের কোনো মানে হয় না।’
নিউজরুম