হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

0
160
Print Friendly, PDF & Email

ঢাকা ( ৫জানুয়ারী) : ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। শনিবার বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে এই ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির।

মিছিলের খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক চলে যায়।  

সেখানে থেকে কোনো জামায়াত-শিবির কর্মীকে আটক করতে পারেনি পুলিশ।

মিছিলেন নেতৃত্ব দেন ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সেলিমুদ্দিন ও পল্টন থানা আমীর ও শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।  

নিউজরুম

শেয়ার করুন