বিএনপিসহ ১৮ দলের হরতালকে কেন্দ্র করে রাজধানীতে অগ্নিসংযোগ

0
293
Print Friendly, PDF & Email

                ঢাকা ( ৫ জানুয়ারী) : রোববার বিএনপিসহ ১৮ দলের হরতালকে কেন্দ্র করে রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রমনা এলাকায় একটি কাভার্ডভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার বেলা সোয়া তিনটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সোয়া তিনটার দিকে শাহবাগ থেকে গ্লোব ফার্মাসিউটিক্যালস এর একটি কাভার্ডভ্যান মৎস্যভবনের দিকে যাওয়ার সময় ইনস্টিটিশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইআইবি) বিপরীত পাশে এলে হঠাৎ তাতে আগুন দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়।

তবে কারা অ‍াগুন দিয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু বলতে পারেনি। কাউকে আটকও করতে পারেনি।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অগ্নিসংযোগের ঘটনা সত্য। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন যানচলাচল স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সরকারের জ্বলানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী বিএনপিসহ ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন