তথ্য সত্য

0
261
Print Friendly, PDF & Email

১৯৯৬ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে সবচেয়ে বড় তরমুজটির নাম ওঠে। এটির ওজন ছিল ২৬২ পাউন্ড।
গাছের ৭৫ শতাংশই পানি।
টেলিভিশনে প্রচারিত প্রথম বিজ্ঞাপনটি ছিল হাতঘড়ির।
জিরাফ দিনে মাত্র আধা ঘণ্টা ঘুমায়।
শীতকাল হোক বা গরমকাল, হিটলার কখনোই প্রকাশ্যে তাঁর কোট খুলতেন না।
পিঁপড়া ৪৫ থেকে ৬০ দিন বেঁচে থাকে।
পেরুর নামকরণ হয় ষষ্ঠদশ শতাব্দীর স্থানীয় নেতা বিরুর নামে।
গ্রন্থনা: নাদিরা মুসতারী

শেয়ার করুন