ভারতে আসছে আকাশ-৩ ট্যাবলেট

0
161
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৫ জানুয়ারী):আকাশ আকাশ চীন, না ভারতের তৈরিএই বিতর্কের মধ্যেই এবার ভারতে আসছে বিশ্বের সবচেয়ে কম দামি ট্যাবলেট কম্পিউটার আকাশ৩। আগামী মাসেই আসছে ট্যাবলেট। তবে এটি তৈরি হয়েছে ভারতে। নির্মাতা সংস্থা আইআইটি মুম্বাইয়ের অধ্যাপক দীপ বি পাঠক কথা বলেছেন। তিনি বলেছেন, এই অত্যাধুনিক ট্যাবলেট কম্পিউটারে থাকছে দ্রুত কাজ করতে সক্ষম প্রসেসর, যা অ্যান্ড্রয়েড লিনাক্স দুটি প্ল্যাটফরমেই কাজ করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা ট্যাবলেটটি ফোন হিসেবে ব্যবহার করতে পারে; এর জন্য থাকবে সিম সংযোগের সুযোগ। ছাড়া থাকছে বেশি তথ্য ধারণের সুবিধা।
প্রথম পর্যায়ে ভারত সরকার ৫০ লাখ আকাশ ভর্তুকি দিয়ে সস্তায় বিক্রি করবে ছাত্রছাত্রীদের মধ্যে। দাম পড়বে প্রতিটি এক হাজার ১৩০ রুপি করে যদিও সরকারকে কিনতে হবে দুই হাজার ২৬৩ রুপি মূল্যে।

 

নিউজরুম

 

শেয়ার করুন