রণবীর-দীপিকার সখ্য বাড়ছে!

0
134
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৫ জানুয়ারী):বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর কাপুর দীপিকা পাড়ুকোনের প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। এবার বলিউডের আরেক অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার অভিসারের খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা গেছে তাঁদের।
ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, অভিসারের জায়গা হিসেবে মুম্বাইয়ে দীপিকার অ্যাপার্টমেন্টের কাছের একটি রেস্তোরাঁ বেছে নেন নতুন জুটি। দীপিকার সঙ্গে সময় কাটাতে শহরের আরেক প্রান্ত থেকে ওই রেস্তোরাঁয় ঠিকই ছুটে এসেছিলেন রণবীর। তাঁদের মধ্যে দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছে।
সূত্রটি জানিয়েছে, সঞ্জয় লীলা বানশালীররামলীলাছবিতে একসঙ্গে অভিনয় করছেন রণবীর দীপিকা। মূলত, এই ছবিতে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে সখ্য বেড়েছে। ছবির শুটিংয়ের সময় তো বটেই, শুটিংয়ের শেষেও দীর্ঘক্ষণ একেঅন্যের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা

 

নিউজরুম

 

শেয়ার করুন