মাদককে ‘না’ বললেন লেডি গাগা

0
167
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৫ জানুয়ারী):মাদক সেবন নিয়ে লেডি গাগাকে ঝামেলা পোহাতে হয়েছে বেশ কয়েকবার। গত বছর সেপ্টেম্বর মাসে নেদারল্যান্ডসে এক কনসার্টমঞ্চে সিগারেট নিয়ে উঠতেই পড়েছিলেন তোপের মুখে। এর পরও মাদক থেকে দূরে সরেননি এই সংগীতশিল্পী। তবে এবার মাদককেনাবললেন তিনি! চমৎকার এই সিদ্ধান্তের পেছনের কারণ হলো তাঁর নতুন অ্যালবাম আর্টপপ। শিগগিরই মুক্তি পাবে এই অ্যালবাম। গাগা বললেন, ‘আর্টপপ কোনো আগাছা থাকবে না। একদম না।সঙ্গে বললেন নতুন অ্যালবামের ব্যাপারে, ‘আর্টপপ ভীষণ ঝুঁকিপূর্ণ। আপনি যদি ঝুঁকি না নেন, ভাঙতে পারবেন না কোনো দেয়াল।

 

নিউজরুম

 

শেয়ার করুন