রুপসীবাংলা ডেস্ক ( ৪জানুয়ারী) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আজ শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ নয়।
তিনি বলেন,কেবল দেশের মানুষের জন্যই নয়, দেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ নয়।
আজ শুক্রবার জাতীয় প্রেস কাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
সূত্র : ইউএনবি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছিলেন, বিএনপি প্রধান খালেদা জিয়ার হাতে দেশ নিরাপদ নয়। কারণ তার চারপাশে স্বাধীনতাবিরোধী বিষধর সাপ রয়েছে।
ব্যারিস্টার রফিক দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় দেশের গণতন্ত্র বিপন্ন হবে।
তিনি বলেন, আপনি যদি দেশের উন্নতি চান, তবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন।
নিউজরুম